রোমান্টিক প্রেমের (Premer Kobita) কবিতা
“লাল গোলাপের পাপড়ি দিয়ে, লিখবো তোমার নাম,
হাজার পাখির সুর দিয়, গাইবো তোমার গান,
তুমি আমার জান, তুমিই আমার প্রান।”
“যদি বৃষ্টি হতাম, তোমার দৃষ্টি ছুয়ে দিতাম,
চোখে জমা বিষাদ টুকু, এক নিমিষেই ধুয়ে দিতাম,
মেঘলা বড়ন অঙ্গ জুড়ে, তুুমি আমায় জড়িয়ে নিতে.!
কষ্ট আর পারতো না, তোমাকে অকারণে কষ্ট দিতে।”
“ভালোবাসে এই মন, তোমাকে চায় সারাক্ষন.!
আছিস তুই মনের মাঝে, পাশে থাকিস সকাল সাঁঝে,
কিভাবে ভুলব তোকে, তুই যে আমার জীবন।”
“আমার জীবনে কেউ নেই তুমি ছাড়া,
আমার জীবনে কোন সপ্ন নেই তুমি ছাড়া,
আমার দুচোখ কিছুই দেখেনা তুমি ছাড়া,
আমার মন কিছু ভাবতে পারেনা তুমি ছাড়া,
আমি কিছু লিখতে পারিনা তুমি ছাড়া,
আমি কিছু বুঝতে চাইনা তুমি ছাড়া।”
“তুমি কি জানো তুমি আমার কাছে কি?
তুমি আমার হৃদয়ে থাকা এক সুপ্ত বাসনা।
এক অপূর্ন ইচ্ছে একটি বারের জন্য
আমার অস্তিত্বকে খুব কাছে থেকে উপলব্ধি করার।”
“তোমার সুখের জন্য যদি তোমাকে ভুলে যেতে হয়,
তাহলে আমি ভুলে যেতে রাজি…
ভুলতে হয়তো কোনদিনও পারবো না,
তবে ভুলে থাকার অভিনয় করতে পারবো!”
“যদি বলো আমায় মনে পরে কতবার?
বলবো, আমার চোখের পাপড়ি নড়ে যতবার!
যদি বলো আমায় ভালবাসো কত?
আমি বলবো, ওই আকাশে তাাঁরা আছে যত!”
“জীবনে এমন একটা সম্পর্ক করা উচিৎ।
যার সাথে সকল কিছু শেয়ার করা যায়,
রাগ করা যায়, অভিমান করা যায়, ঝগড়া করা যায়।
কিন্তু তাকে কখনোই ভুলে থাকা যায় না।”
“দূরে গেলে তুমি, হারিয়ে যাবাে আমি।
ভালােবাসি তােমায়, বােঝনা কেন তুমি।
ছােট্ট এই জীবনে, একটাই শুধু চাওয়া।
তােমাকে আপন করে, আমার শুধু পাওয়া।”
“ফুল লাল, পাতা সবুজ,
মন কেন এতো অবুজ।
কথা কম, কাজ বেশি,
মন চায় তোমার কাছে আসি।
মেঘ চায় বৃষ্টি, চাঁদ চায় নিশি,
মন বলে আমি তোমায় অনেক ভালোবাসি।”
“দিন ফুরাবে, রাত ফুরাবে,
ফুরাবে ফুলের প্রান,
সমায় ফুরাবে, জীবন ফুরাবে,
ফুরিয়ে যাবে জান,
But তোমার জন্য ফুরাবে না,
আমার ভালোবাসার টান।
I LOVE YOU”
“আজকের এই দিনগুলো, কাল সৃতি হয়ে যাবে,
মনের খাতায় ডাইরীর পাতায় লেখা হয়ে রবে,
কালকের এই পাতাগুলো একটু উল্টে দেখ,
আবছা সব সৃতির মাঝে, আমায় খুুঁজে পাবে।”
“জীবন আমার ধন্য হলো,
তোমায় কাছে পেয়ে,
একই সাথে ভেসে যাবো,
ভালোবাসার নৌকা বেয়ে।”
“এক জীবনে এতো ভালোবাসা কোথায় পাবে তুমি,
তোমার জন্য আকাশ ছোঁয়া সুখ এনে দিতে পারি।
তুমি আমার ভালোবাসা, আমার প্রেমের ছবি,
খুব যতনে, আদর করে তোমায় বুকের মাঝে রাখি।”
“ডালটি হলো সবুজ,
ফুলটি হলো লাল,
তোমার আমার ভালোবাসা
থাকবে চিরকাল।”
“তোমাকে ছাড়া আমার পৃথিবী সাজে না,
তোমাকে পাবোনা একথা মন মানে না।
সহজে তোমাকে পাওয়া সাজেনা,
হৃদয় দিয়ে তোমাকে পেতে চাই,
না হলে ভালোবাসা পাওয়া যাবে না।”
“আমি হলাম সাগর
তুমি হলে ঢেউ,
চুপি চুপি প্রেম করবো
জানবে নাতো কেউ।”
“তুম আছো আমার হৃদয় জুড়ে,
তুমি আছো আমার স্বপ্নের মাঝে
তুমি আছো আমার কাজে কর্মে,
তুমি আছো মনে, তুমি আছো যে মোর কাব্যগ্রন্থে!”
“তুমি দূরে দূরে থেকো না,
আমার কাছে এসে বলো ভালোবাসি.!
ভালোবাসি বললে তুমি,
করবো আদর কষ্ট দেবো না।
হৃদয়ের গহীনে রাখবো তোরে,
হারিয়ে যেতে দেব না।”
“ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন,
তুমি আসলে দুজন মিলে সাজাবো জীবন।
চোখ ভরা স্বপ্ন, বুক ভরা আশা,
তুমি আসলেই ডাউনলোডে দেবো আনলিমিটেড ভালোবাসা।”
“রাতের আকাশে অনেক তারা।
একলা লাগে তােমাকে ছাড়া।
শুধু ভাবি তােমার কথা।
কেমন আছাে, আমাকে ছাড়া ?”
Comments
Post a Comment